Home | About Us | Porshi Team | Porshi Patrons | Event Announcement | Contact Us
হোমপেজ পুরনো সংখ্যা: সূচীপত্র  সাহিত্য  ||  ৯ম বর্ষ ১০ম সংখ্যা মাঘ ১৪১৬ •  9th  year  10th  issue  Jan - Feb  2010 পুরনো সংখ্যা
চারটি কবিতা Download PDF version
 

সাহিত্য

 

 

চারটি কবিতা

অংকুর সাহা

 

দাঁত

দু পাটি দাঁতের মতন
মনের মিল তোমার আমার
;

গ্লাসের নুন জলের আবর্তে
জলজ সংসার আমাদের
;

টুথপেষ্টের মত শাদা
নিষ্পাপ শিশুরা-
ভালবাসার
ফেনা তোলে চারধারে।

আদর
র বিছানায়
পাশাপাশি
শুয়ে থাকি আমরা
;

কথা কই
কিড়মিড়
, কিড়মিড়।

( মার্চ ১৫
, ২০০৮)


জুতো

ফেলে রাখা জুতোজোড়াটির মতন
আমি নিঃসঙ্গ
,

কিন্তু
চাইনা সঙ্গীঁ
হোক,
ঘামের গন্ধমলিন মোজার আকারে
এক ম্লান পুরুষ
;

অথবা
ন্যাপথলিনের সুবাসে বিধুর
শার্টের মূ
র্তিতে
এক শানিত নারী
;

আমি দীর্ঘ যাত্রার
ম্যাপ হাতে নিয়ে
নির্জন
,
উদ্যত, সংহত, তৈরি;

সময় তার ঘন্টা বাজালেই
বেরিয়ে পড়ব।

( মার্চ
১৫, ২০০৮)


প্রতীক্ষা


কলমের কালি হয়ে
আমি দীর্ঘ অপেক্ষায়
,
দর্জির টেবিলে কাপড় যেমন
অঙ্গচ্ছেদের সম্ভাবনায় বিধুর
;

পা ফেলতে ফেলতে
দিশেহারা হবুচন্দ্রের জুতো
;
গোড়ালির কোমল
ফোশকায়
ক্লেদ ও পূঁজ
,
পদাঙ্গুলির কোনে কোনে হাজা
,
তোমার হাতে নির্বাসনের মলম
;

টেবিল ল্যাম্পের পাশে
সাগ্রহে দাঁড়িয়ে মৃত্যু-
একদিন চিরদিন
, প্রতিদিন,
কলমের ফোঁটা ফোঁটা রক্ত।

( এপ্রিল ১০
, ২০০৮)


কুমীর

অট্টহাস্যের অনুবাদ করা মুশকিল
;

শব্দগুলো ক্ষী
হয়ে এলেও
মিলিয়ে যায় না
,
একবগগা সেঁটে থাকে
গোঁফের কিনারে দুধের চাঁছির মতন
;

বিরতি চায় তরঙ্গেরা-
সকাল থেকে চায়ের কাপটিও
ছোঁয়নি তারা
;

রাত খোল- করতাল বাজিয়ে
শ্বশানে নিয়ে যায় তাকে
,
প্রভাত আবার অস্ত্র
শস্ত্র নিয়ে তৈরী;

বাংলা ও ইংরেজি ভাষার ফাঁকে
সরু ও গভীর খাল কেটে
,
নাকে শক্ত দড়ি বেঁধে
কবিতার কুমীর আনব ঘরে।

( এপ্রিল ১১
, ২০০৮)

 

স্যান হোজে, ক্যালিফোর্নিয়া।

 

মন্তব্য:
এ সপ্তাহের জরীপ

প্রেসিডেন্ট ওবামা ঠিকমত দেশ চালা্চ্ছেন।

 
Code of Conduct | Advertisement Policy | Press Release | Hard Copy Archive
© Copyright 2001 Porshi. All rights reserved.